অধ্যক্ষের বাণী

إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده . أما بعد


আল্লাহ তা’য়ালা ও স্বীয় রাসূলের ঘোষিত শ্রেষ্ঠ জাতি মানুষ বর্তমানে এমন এক কুলষিত যুগে পর্দাপন করেছে যে যুগে মহা গ্রন্থ আল-কুরআন ও হাদীসের সত্যতা, আল্লাহ্ পাকের অস্তিত্ব এবং রাসূল (সঃ) এর রিসালাতের উপর সঠিক ধারনা নেই। আক্বীদাহ ও আমলের ক্ষেত্রে মানুষ বিভ্রান্ত ও দ্বিধাগ্রস্ত। ধর্মীয় দিক থেকে উদাসীন ও অনাসত্ত, তামাশা ও ক্রীড়া-কৌতুকে আকৃষ্ট, এহেন মূহুর্তে তোমরা কুরআন-হাদীসের বলে বলিয়ান হয়ে সকল প্রকার গোড়ামী, অজ্ঞতা, মূখর্তাকে অপসারিত করে এযুগকে রাসূল (সঃ) এর সেই স্বর্ণ যুগে পরিণত করবে। সবর্দা সত্যের উপর থাকবে অবিচল মিথ্যার ব্যাপারে হবে আপোষহীন।

হে আমার পরম আদরের বিদায়ী ছাত্রবৃন্দ!
আজ পশ্চিমা পরাশক্তির টার্গেটে পরিণত হয়েছে "3M" (অর্থাৎ মুসলিম, মসজিদ, ও মাদ্রাসা)। আর তোমরা এ তিনের সমন্বয়ে গড়া। তাই সর্বদা সজাগ থেকে এদের ষড়যন্ত্রের কুটকৌশলকে নস্যাৎ করে দেওয়ার মত মনোবল ও হিম্মত নিয়ে প্রস্তুত থাকবে। তোমরা তাকওয়া ও সংযমশীলতাকে অপরিহার্য মনে করবে। দেশ, জাতি, উস্তাদ, ছাত্র ও সংশ্লিষ্ট সবাইকে বিশেষ করে যে প্রতিষ্ঠানের উসীলায় পথের দিশা পেলে তাদের জন্য দো’আ ও প্রার্থনার হাত করুনাময়ের দরবারে করবে প্রসারিত।
তোমাদের জন্য আমার অন্তরের অন্তস্থল থেকে রইল দো’আ যে, আল্লাহ তোমাদের দুনিয়া ও আখেরাতে কল্যাণ দান করে দ্বীনের খেদমত আঞ্জাম দানের তাওফীক দান করুন। আমীন!

কপিরাইট © ২০২০ | মাদরাসা আইটি কর্তৃক সরবরাহকৃত