মাদ্রাসা দারুল হাদীস সালাফিইয়াহ - এর শিক্ষা ব্যবস্থা :

প্রতিষ্ঠানটি স্বীয় উদ্দেশ্য ও লক্ষ্য অর্জনের জন্য এমন একটি শিক্ষা ব্যবস্থা নিয়মিত অনুসরন করে চলছে যা যুযোপযুগি ও উচ্চ মানদন্ডের উপর প্রতিষ্ঠিত অধিকাংশ ক্ষেত্রে বিশ্ববিখ্যাত ও সর্বোচ্চ বিদ্যাপীঠ সৌদী আরবের মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয় সহ বিশ্বের বিখ্যাত শিক্ষা-প্রতিষ্ঠানের সিলেবাস অনুসৃত। যেটি কাওমী তথা দারসে নিযামী অনুযায়ী সম্পূর্ণ বেসরকারী কারিকুলামে কমিটি কর্তৃক পরিচালিত হচ্ছে। যেখানে শিশু শ্রেণি থেকে দাওরা-ই-হাদীস পর্যন্ত শিক্ষা ব্যবস্থা চালু রয়েছে। প্রতিষ্ঠানটি বর্তমানে ধর্মীয় শিক্ষা সর্বোচ্চ স্তরে অবস্থান করছে। মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাথে মুয়াদালাহ (অধিভুক্ত) প্রাপ্ত হওয়ায় প্রতিষ্ঠানটি অল্প দিনে ব্যাপক সফলতা উন্নতি ও পরিচিতি লাভ করেছে। আল্-হামদুলিল্লাহ!

পাঠদানের ভাষা :
আল্লাহ তায়ালার বাণী :- وَمَا أَرْسَلْنَا مِن رَّسُولٍ إِلاَّ بِلِسَانِ قَوْمِهِ لِيُبَيِّنَ لَهُمْ অর্থ: আমি সব পয়গম্বরকেই তাদের স্বজাতির ভাষাভাষী করেই প্রেরণ করেছি, যাতে তাদেরকে পরিষ্কার বোঝাতে পারে।(সূরা: ইবরাহীম-৪) আর এ ব্যাপারে সর্বজন স্বীকৃত যে, “মাতৃভাষা শিক্ষার সবচেয়ে শক্তিশালী মাধ্যম” এই মূলনীতির উপর ভিত্তি করে উক্ত প্রতিষ্ঠান বাংলা ভাষাকেই সাধারনভাবে শিক্ষার মাধ্যম রূপে গ্রহণ করেছে। তবে উপরক্ত শ্রেণিগুলোতে আরবী ও ইংরেজী ভাষায় কিছু কিছু পাঠ প্রদান করা হয়।

পাঠ্যক্রম :
মাদ্রাসাতে শিক্ষার প্রধানত: দু’টি বিভাগ আছে।
প্রথমটি ইসলামী শিক্ষা বিভাগ।
দ্বিতীয়টি তাহ্ফিযুল কুর’আন বিভাগ।

ইসলামী শিক্ষা বিভাগে পাঠ্য তালিকার মধ্যে রয়েছে -
১. আক্বীদাহ (ধর্মীয় বিশ্বাস)
২. পবিত্র কুরআনের বিশুদ্ধ তেলাওয়াত ও হেফয (মুখস্ত)
৩. পবিত্র কুরআনের অনুবাদ
৪. তাফসীর
৫. তাফসীর শাস্ত্রের মূলনীতি
৬. হাদীস
৭. হাদীস শাস্ত্রের মূলনীতি
৮. ফিক্বহ্(ইসলামী আইন শাস্ত্র)
৯. ফিক্বহ শাস্ত্রের মূলনীতি
১০. আদইয়ান(বিভিন্ন ধর্ম বিষয়ক জ্ঞান)
১১. ফারায়েয(উত্তরাধিকার বন্টন বিষয়ক শাস্ত্র)
১২. সরফ(শব্দ প্রকরণ)
১৩. নাহু( বাক্য বিন্যাস)
১৪. বালাগাত(অলংকার শাস্ত্র)
১৫. আরবী ভাষা ও সাহিত্য
১৬. মানতেক(তর্ক শাস্ত্র)
১৭. ইলমূল আসরার(আধ্যাতিক জ্ঞান)
১৮. ইলমুদ দাওয়া
১৯. বাংলা ভাষা ও সাহিত্য
২০. ইংরেজী ও গণিত
২১. ইতিহাস
২২. সিরাতুন নবী (সা:)
২৩. ভূগোল ও সমাজ
২৪. কম্পিউটার শিক্ষা ও সাধারণ জ্ঞান

সহ-পাঠ্যক্রম :
একাডেমিক কার্যক্রমের পাশাপাশি শিক্ষার্থীদের মেধা বিকাশের জন্য এখানে রয়েছে বহুমুখী কার্যক্রম। সেগুলো হল -
১. সাপ্তাহিক আরবী ও বাংলা আঞ্জুমান
২. সাহিত্য মজলিস
৩. হিফযুল কুরআন প্রতিযোগিতা
৪. হিফযুল হাদীস প্রতিযোগিতা
৫. বিতর্ক প্রতিযোগিতা
৬. সাধারণ জ্ঞান প্রতিযোগিতা
৭. আরবী ব্যকরণ প্রতিযোগিতা
৮. সালাতের(নামায) মাসআলা-মাসায়েল কুইজ প্রতিযোগিতা
৯. কম্পিউটার বিজ্ঞান কুইজ প্রতিযোগিতা
১০. দারসে বোখারী মাহফিল
১১. তরুণ লেখকদের কর্মশালা

কপিরাইট © ২০২১ | মাদরাসা আইটি কর্তৃক সরবরাহকৃত